Monday 8 May 2017

Shey Meyeti / That Girl


Bengali

স্বপ্নে রাঙা রাজপ্রাসাদে
এক রাজকুমারী থাকতো
নিজের বাড়ীর প্রাঙ্গনে যে
আকাশ কুসুম ভাবতো
জানলার বাইরে মুখ বাড়িয়ে
চড়ুই পাখির সাথে খেলতো
মেঘলা দিনে বৃষ্টি ভিজে
চিৎকার করে গাইতো
দুপুর বেলায় পড়ার ঘরে
শব্দের মালা বাঁধতো
পূর্ণিমা রাতে আনমনে সে
চাঁদকে দেখে হাসতো
ফুটফুটে মিষ্টি চীনের পুতুল
এই পরিচয়টা সবাই জানতো
ভাঙলো যেদিন জানলো সবাই
পাগলিটা কাউকে ভালো বাসতো।

English

In a palace coloured with dreams, 
a princess used to live
Sitting on the porch of the palace, 
for hours she used to think 
Leaning outside her window, 
with sparrows she used to play 
Then loudly she used to sing
soaked on a cloudy day
Afternoon inside her study,
words she used to string 
With just the sight of a full moon,
a slow smile would often cling
Pretty porcelain doll, was
how she was known to everyone 
The day she broke, they learned
that the crazy girl loved someone


Copyright: Shukla Banik

No comments:

Post a Comment