Tuesday 24 January 2017

Mid-Life Crisis


Bengali

গত কয়েক বছরে প্রায় অনেক কিছু বদলে গেছে 
দামী রেস্তোরার রকমারি খাবার আর ভালো লাগে না 
ঘরের পাতলা ডাল আর ফ্যাকাশে তরকারিটাই পেটে সয় 
পাশ্চাত্য সংগীত ছেড়ে আওড়াচ্ছি হরি নাম 
আর গীতা পড়ছি লেটেস্ট বেস্টসেলার তাকে রেখে 
গাড়ীর স্পিড একশো থেকে নেমেছে পঞ্চাশে 
শীতে সর্দি , গরমে এলার্জি  আর হাটুটার ক্যাচ করে শব্দ 

সব দেখে বুঝলাম আমার সত্যি বয়েস হয়েছে 
তবু আজ খেলার মাঠের পাশ দিয়ে চলতে গিয়ে ঘটলো এক ঘটনা 
বাচ্চা ছেলের দল তুমুল ফুটবল খেলছে মাঠের বুক জুড়ে 
একটি দুর্দান্ত শট আর বলটা গোলপোস্ট ডিঙিয়ে এলো আমার পায়ের কাছে 
"কাকীমা ! বলটা ছুড়ে দেবে প্লিজ" বললো গোলপোস্ট রক্ষক 
চোখে আগুন দেখলাম, দাঁত চিবিয়ে বাঁজখাই গলায় শুধালাম "কাকীমা কে?"
তারপরেই সম্পূর্ণ রাগটা বলটার দিকে নিক্ষেপ করে দিলাম এক চূড়ান্ত লাথি 
নাইবা হলাম পেলে বা ম্যারাডোনা কিন্তু "কাকীমা" যে নোই সেটাই বুঝিয়ে দিলাম 
যাই ....ঘরে  যাই, হাঁটুটা টন টন করছে , বাম লাগাতে হবে, হয়তো এক্সরেও লাগবে 
নাহঃ .....বোধ হয় আমার সত্যি এবার বয়েস হয়েছে 


English

A lot has changed in the last few years
My stomach prefers unappetizing home-cooked meal
Instead of the exotic dishes from the fancy restaurant
Rock music and the latest best-seller are now passe
Instead I chant "Hare Krishna" and read "Bhagwad Gita"
Speedometer has come down from 100 to 50
Winters cold, summers allergy and that creaking sound in my knees
Makes me realize that I am getting old
Something happened today while I was passing by the playground
A group of young boys were playing football 
A nice shot and the ball landed at my feet overshooting the goalpost
"Aunty! Can you pass on the ball please" said the goalkeeper
I just saw red and hissed with gnashed teeth "Aunty who?"
Giving head to all my pent-up emotions I kicked the ball 
May be not Pele or Maradona but not even "Aunty" - MESSAGE CONVEYED
Let's go.. I can feel that pain in the knee again
Maybe a pain reliever or surely an X-ray will do the trick
Guess I am getting old .. Finally

Copyright: Shukla Banik

No comments:

Post a Comment