Thursday, 24 August 2017

Khuda


 ক্ষুধা 

সেদিন হটাৎ দেখা পেলাম ক্ষুধার  

জীর্ণ মলিন কাপড়ে 
একটি আব্ছায়া প্রায় 
জ্যান্ত লাশের মতন 
শুয়ে ছিল ফুটপাথের ধারে।

খালি পেটের থেকে
গলা পর্যন্ত উঠতেই  
শ্বাস রুদ্ধ হয়েছিল 
শব্দহীন আর্তনাদটির।

ফ্যালফ্যালে চোখ 
ফ্যাকাশে মুখ 
ছড়ানো হাত, বলছিলো 
"কিছু খেতে দে, মা"

সামনে ঝলমলে রেস্তোরাঁয়     
ডাইনিং টেবিল ভরা 
রকমারী খাবারের ভীড়  
কিন্তু ক্ষিদে কোথায়?



*******শুক্লা বণিক******* 

No comments:

Post a Comment