*** দাও ***
নতুন করে আমি বাঁচতে চাই
ডুবছি আমি! আমায় পাড় দেখাও
জ্বলছি প্রতিদিন ইচ্ছের দাবানলে
অন্তরে রিক্ততার আভাস ফোটাও
তারায় বেষ্টিত এই শরীর তোমার
একটি তারা আমায় উপহার দাও
আঁধারে ভরা প্রাঙ্গন আমার
আশার ছোট্টো দীপ জ্বালাও
কিছু মুহুর্তই তোমায় পাওয়ার সাধ
বলিনি সব মুহুর্তই আমায় দাও।
***শুক্লা বণিক ***
No comments:
Post a Comment