বইয়ের পাতা পাল্টে ভাবছি
যদি জীবনটাও এইভাবে পাল্টায়, তাহলে কেমন হয়
স্বপ্নে যে রোজ আসে
যদি দেখা দেয় বাস্তবে, তাহলে কেমন হয়
শুধু দরকারে না খুঁজে
যদি বিনা দরকারেও খোঁজে, তাহলে কেমন হয়
ছলনায় কেড়ে নেয়া হৃদয়
যদি পায় মিষ্টি কথা বলে, তাহলে কেমন হয়
ভদ্রতার লুপ্ত রশ্মি
যদি ফুটে ওঠে অন্ধকার গলিতে, তাহলে কেমন হয়
খুশী ছড়ানো জীবনের উদ্দেশ্য
যদি হও খুশী আমার মৃত্যুতে, তাহলে কেমন হয়
*****শুক্লা বণিক******
No comments:
Post a Comment