Bengali
আজ সকালে ছাতের বন্ধ ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখি
পুরনো আলমারির কোণ থেকে মা’র অ্যালবামটা উঁকি দিচ্ছে।
জীবনের ব্যাস্ততার মাঝে ওটার কথা কেন জানি মনেই ছিল না
অথচ কত দুর্লভ স্মৃতি লুকিয়ে আছে ওর গর্ভে।
লাল রঙের অ্যালবামটা সময়ের চক্রান্তে লালিমা হারিয়েছে অনেকদিন
কিন্তু শৈশবের অসংখ্য চিহ্ন প্রতিটি পাতায় আজও বিদ্যমান।
ওই যে লাল সিল্কের ফ্রক পরা পাঁচ বছরের আমি
মায়ের কোলে চেপে প্রথম স্কুলে যাবার আনন্দ।
ঢাকের তাল, ধুনুচির গন্ধ আর মানুষের ভীড়ের মাঝে
দুর্গা বিসর্জনের দিন বাবার কাঁধের সওয়ারি।
আবৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহণ, ফ্যান্সি ড্রেসে রং মেখে সঙ সাঁজা।
আরও অনেক টক-ঝাল মাখানো স্মৃতির গুপ্তধন
ঠিক যখন বেশ নস্টালজিক লাগছিল, আমার ডাক পরল।
অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে এলাম শৈশবের মুক্ত আকাশ
আকাঙ্ক্ষার জঞ্জালে ঢাকা বাস্তবের অন্ধ গলির মায়াজালে।
English
This morn while trying to clean the attic
Saw Ma’s photo album peeping out of our old almirah
Existence of which is long forgotten through the labyrinth of life
Even when it holds many treasured memories in its womb
Every sheet of the faded red album, a mere victim to the conspiracies of time,
Stands as a lone witness to my childhood days
Sittting on my mother’s lap, dressed in a red silk frock,
My five-year old self reflects joy of first day at school
Beats of ‘Dhak’, smoky-incense of ‘Dhunuchi’ or the madness of the crowd
Can only be enjoyed from Baba’s shoulder on Durga immersion day
Participation in recitation competion, overdone make-up in a fancy dress
And many such sweet’n’sour memories made me nostalgic
Just then someone called, dragging me from my liberating past
Towards a dark street of illusion full of cobwebs of desire
Copyright: Shukla Banik
No comments:
Post a Comment