কারণে অকারণে অপেখ্যা তাঁর
চোখে সপ্ন তাঁকে ফিরে পাওয়ার
কেনো ?
কখনো সময় হলে ভাববো
অভিযোগ তাঁর , ভুলেছি আমি সাথে কাটানো সেই দিন
অথচ প্রতিটি মুহূর্ত কাটে আমার, মনে করে সেই দিন
কেনো?
কখনো সময় হলে ভাববো
কত বসন্ত যে এলো, আবার চলেও গেলো
প্রথম প্রেমের অনুভূতি কিন্তু আজও রয়ে গেলো
কেনো?
কখনো সময় হলে ভাববো
জানি পাগলামি আমার যে আজও তাঁকে ভালোবাসি
শুধু তাঁর জন্য গোটা পৃথিবীটাকে ভুলে থাকি
কেনো?
কখনো সময় হলে ভাববো
Copyright: Shukla Banik
Inspired by "Kabhi Waqt Mila toh sochenge' by Attaullah Khan
No comments:
Post a Comment