Thursday, 27 July 2017

Bhul

ভুল 

এ আমার জেদ ভাবো বা অভদ্রতা 
সবটাতেই খ্যাপামো ছিল আমার 
সেটা ভালোবাসাই হোক বা ঘৃণা 
সবটাতেই খ্যাপামো ছিল আমার 
খ্যাপামো ছিল 
কিছু পাওয়ার 
সফল হওয়ার 
যেদিন সব হারালাম 
বুঝলাম!! ভুল ছিল আমার 
খ্যাপামো ছিল 
শিখরে চড়ার 
আগে দৌড়াবার 
যেদিন পা পিছলে পড়লাম 
জানলাম!! ভুল ছিল আমার 

খ্যাপামো ছিল
তোমার ভালোবাসার 
তোমার সান্নিধ্য পাওয়ার 
যেদিন ছেড়ে গেলে 
মানলাম!! ভুল ছিল আমার 
খ্যাপামো ছিল 
সত্যের অনুসন্ধান করার 
অসুবিধেতেও হাসি মুখে থাকার 
যেদিন মিথ্যেটা সত্যি হয়ে উঠলো 
বললাম!! না। ......ভুল ছিল না আমার 

*শুক্লা বণিক *


Saturday, 15 July 2017

Aami


Obosheshe dubchi aami
Aar shamal dite paarchina
Jeevon peyechi bhagya jore
Mrityur bhoy aar rakhchi na
Besh to kaatlo heshe-kende 
Sukh-dukkher noukai pari diye
Jeebon ta byas eto tukui
Ebaar nijeke khuji giye
Koto bochor elo gelo 
Satyake kore obohela
Muhurter shei milon-bicched
Nichok mayar chaya khela
Biswas ebaar jegeche aamar
Fireche shei anubhuti
Nijeke khuiye paabo taake
Jogot jaar kore stuti

Copyright: Shukla Banik

Wednesday, 12 July 2017

Bhavbo


কারণে অকারণে অপেখ্যা তাঁর 
চোখে সপ্ন তাঁকে ফিরে পাওয়ার 
কেনো ?
কখনো সময় হলে ভাববো 

অভিযোগ তাঁর , ভুলেছি আমি সাথে কাটানো সেই দিন 
অথচ প্রতিটি মুহূর্ত কাটে আমার, মনে করে সেই দিন 
কেনো?
কখনো সময় হলে ভাববো 

কত বসন্ত যে এলো, আবার চলেও গেলো 
প্রথম প্রেমের অনুভূতি কিন্তু আজও রয়ে গেলো 
কেনো?
কখনো সময় হলে ভাববো 

জানি পাগলামি আমার যে আজও তাঁকে ভালোবাসি 
শুধু তাঁর জন্য গোটা পৃথিবীটাকে ভুলে থাকি 
কেনো?
কখনো সময় হলে ভাববো 

Copyright: Shukla Banik
Inspired by "Kabhi Waqt Mila toh sochenge' by Attaullah Khan