ভুল
এ আমার জেদ ভাবো বা অভদ্রতা
সবটাতেই খ্যাপামো ছিল আমার
সেটা ভালোবাসাই হোক বা ঘৃণা
সবটাতেই খ্যাপামো ছিল আমার
খ্যাপামো ছিল
কিছু পাওয়ার
সফল হওয়ার
যেদিন সব হারালাম
বুঝলাম!! ভুল ছিল আমার
খ্যাপামো ছিল
শিখরে চড়ার
আগে দৌড়াবার
যেদিন পা পিছলে পড়লাম
জানলাম!! ভুল ছিল আমার
খ্যাপামো ছিল
তোমার ভালোবাসার
তোমার সান্নিধ্য পাওয়ার
যেদিন ছেড়ে গেলে
মানলাম!! ভুল ছিল আমার
খ্যাপামো ছিল
সত্যের অনুসন্ধান করার
অসুবিধেতেও হাসি মুখে থাকার
যেদিন মিথ্যেটা সত্যি হয়ে উঠলো
বললাম!! না। ......ভুল ছিল না আমার
*শুক্লা বণিক *