Bengali
যদি তুমি না হতে "একান্ত"
নিজের পরিচয় হয়তো পেতাম না !!
যেদিন তাঁকে শেষ বিদায় জানালাম
নির্জনে উদাসীন মন প্রশ্ন করলো
"কে আমি? কীবা উদ্দেশ্য?
চির নিঃসঙ্গতাই কি নিয়তি আমার?"
অভিমান ভরা গলায় তুমি বললে,
"কেন ভয় পায় সবাই আমায়?
আমিও যে বড্ডো একলা,
আসো না, কথা বলি"
দয়া দেখিয়ে স্বীকৃতি জানালাম
তাই বুঝি নিয়ে গেলে তুমি সেথায়
সময়ের প্রবেশ নিশিদ্ধ যেথায়
অন্তর্মনের গভীরতায়!!
বড়ো অদ্ভুত সেই জায়গাটি
সুখ নেই, দুঃখ নেই
শব্দ নেই, স্বর নেই
মন চঞ্চল হয় না
দেহ তৎপর হয় না
চোখে নেই কোনো ছবি
মাথায় নেই কোনো চিন্তা
শোনা যায় না বুকের ধুক -ধুকানি
একমাত্র পরমানন্দের আভাস !!
বেশ লাগছিলো !
তাহলে কেন হটাৎ চলে গেলে
কিছু না শুনে, কিছু না বলে
মুহূর্তের আনন্দ উবে গেলো
নেমে এলো দুঃখের আঁধার
ফিরে এলো মনের চাঞ্চল্যতা
বুকের ধুক -ধুকানি, সময়ের প্রহার
উন্মাদ হয়ে ডাক দিলাম
"ভয় পাই না আমি
আসো, কথা বোলো"
কিন্তু সাড়া আর পাই না
একান্তেই চলে "একান্তর" খোঁজ!!
English
You are the reason "Solitude"
For my self-realization!
After bidding him final goodbye
Grief-stricken heart questioned,
"Who am I? What's my purpose?
Am I destined to live a lonely life?"
Upset, you said, "Why so scared?
Come. Am lonely too. Let's talk"
I agreed out of pity
You took me where time too is barred
To the depth of my soul!!!
Strange place it was
No sound or words
Heart free of excitement
Body free of urge
Eyes reflects no picture
Mind reflects no thought
Even heart beat is inaudible
Only the feeling of eternal love!!!
It was great!
And then you left
Saying nothing
Nor hearing
Off went happiness
Returned pain
Heartbeat became audible again
Madly I screamed,
"Not scared of you
Come. Let's talk again."
But you kept silent
Search continues for "Solitude" in loneliness!!
Copyright: Shukla Banik
No comments:
Post a Comment