কোন কোন দিন এমনটি হয় যখন
নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে
ওই সমস্ত অনুভূতি থেকে
যা খুঁজে বেড়াই জীবনের প্রতিটি পাতায় পাতায়।
কারণ কোন কোন দিন এমনটি হয়
যখন মনে হয় যদি একবার
তুমি আমায় পড়তে পারতে
কালিমা হীন অক্ষরের মতন।
কেন আঁকড়ে রাখলে না তোমার উশ্ম বাহুপাশে
ঠিক যেমনটি ভেজা মাটি আঁকড়ে থাকে নদীর পাঁড়
মনে হয় আটকালেই তো পারতে আমায়
হাতের মুঠোয় পিছলে যাওয়া বালুর মতন।
পাগল মনটি চাইতো সাঁজতে তোমার হাতে
তোমার সময় হয়ে, তোমার আজ হয়ে
ইচ্ছে ছিল সুগন্ধি হয়ে তোমাতে লুকিয়ে থাকতে চিরদিন
আর অনুভব করতে তোমার প্রতি আসক্ত মনের চাঞ্চল্যতা।
সত্যিই যদি থাকতে দিতে তোমার হৃদয়ের কোন কোনায়
এই মিথ্যে জীবনটা খুঁজে পেত তাঁর উদ্দেশ্য।
অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে স্থান তোমার নয়নে
বেঁধে রাখতাম তোমার সমস্ত কান্না, হাসি, আর স্বপ্নগুলো।
কিন্তু তা আর হল কৈ
আমি রইলাম তোমার কাছে নিছক দুঃস্বপ্ন হয়ে
আর তুমি হয়ে উঠলে আমার অতৃপ্ত আকাঙ্ক্ষা
তাই, কোন কোন দিন এমনটি হয় যখন
নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে
ওই সমস্ত অনুভূতি থেকে
যা খুঁজে বেড়াই জীবনের প্রতিটি পাতায় পাতায়।
*****শুক্লা বণিক*******