Saturday, 21 April 2018

পোস্ট কার্ড


অনেকদিন চিলেকোঠার ঘরটা পরিষ্কার করা হয় না
তাই বছরের প্রথম দিনে ‘স্বচ্ছ অভিযানে’ যোগ দিলাম
নাকে, মুখে কাপড় ঢেকে দরজাটা খুলেই দেখি
ঘরটা আরশোলা, টিকটিকি আর মাকড়শার দখলে
ঝাড়ু, ঝাড়ন আর কীটনাশক নিয়ে ঝাঁপিয়ে পরলাম সমরে
ঘর বোঝাই একরাশ আবর্জনা
কোনটা ফেলব আর কোনটা রাখব 
তাই ঠিক করতে পারছি না।
ওই যে মায়ের প্রিয় পেতলের কলশীটা
এককালে জল ভরা থাকত, 
আজকের আধুনিক যুগে ওর স্থান নিয়েছে 
এক অত্যাধুনিক যন্ত্র - ‘ওয়াটার পিউরিফাইয়ার'
আর এক কোনায় শিলনোড়াটা
মনে মনে ‘মিক্সার গ্রাইন্দার’ কে গালমন্দ করছে
আর বাবার ট্রাংকটা, কেমন মুখ কালো করে বসে আছে
এযুগের ‘স্ত্রলি ব্যাগের’ তুলনায় ওঁর ভার বোধহয় অনেক বেশী।
ঠিক করলাম এটাকেই প্রথমে বিদেয় করব
ছোটবেলায় ওই ট্রাংকটা ধরা নিষিদ্ধ ছিল
কৌতূহল হল, দেখিই না কি আছে
খুলে দেখি বাক্স বোঝাই পুড়নো চিঠি
হালকা নীল রঙের ‘ইংল্যান্ড লেটার’ আর 
হলদে রঙের 'পোস্ট কার্ড’
সময়ের সাথে সাথে কেমন রঙ পালটেছে।
‘ওআটসঅ্যাপ' আর ‘ফেসবুকের' যুগে
এগুলো তো লুপ্ত সম্পদ
মনে হল - চিঠিগুলো পড়ে দেখলে কেমন হয়
বাবার সযত্নে রাখা চিঠিগুলো পড়তে শুরু করলাম
বেশীর ভাগ চিঠি দেশ ভাগের সময়ে দাদুর হাতের লেখা,
একটায় লেখা, “কাল তোমার পত্র পাইলাম, 
শুনিয়া আশ্বস্ত হইলাম যে তুমি সুস্থ আছ”
অন্যটায় লেখা, “এখানে দুষ্কর্মীদের উৎপাত ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে, 
হয়ত খুব শীঘ্র দেশ ছেড়ে পলায়ন করতে হবে”
কোথাও চিন্তা, “তোমার ছোট ভাইদের শহরে পাঠালাম, 
দেখিয়া শুনিয়া রেখো”
কোথাও কষ্ট, “আগামী মাসে পঞ্চাশ টাকা বেশী পাঠিয়ো,
তোমার মার হাঁপানির টানটা খুব বেড়েছে,
ডাক্তার দেখাতে হবে।"
কোথাও উদ্বেগ, “প্রাপ্ত বয়সী মেয়েকে নিয়ে 
এখানে থাকা অত্যন্ত বিপজ্জনক”
আঁতকে উঠলাম, এ কি পড়ছি আমি
ছোটবেলা থেকে উদ্বাস্তু কথার অর্থ জানতাম
কিন্তু উপলব্ধি আজ প্রথম হল।
আড় চোখে দেখি পেতলের গেলাস থেকে 
একটি আরশোলা উঁকি মারছে
কিন্তু আর ওদের উচ্ছেদ করতে মন চাইল না
তাই চিঠিগুলো বাক্সে রেখে চলে এলাম।

***শুক্লা বনিক***

Thursday, 19 April 2018

শৈশব / बचपन /Childhood



Bengali

শৈশবের দিনগুলো খুব মজার ছিল 
যখন মনে হত অট্টহাসিতে কাঁপিয়ে দিতাম চারিদিক
আবার ছোট ছোট কথায় কেঁদেও ফেলতাম
রাগকে রাখতাম ঠিক নাকের উপর
অকারণে সবার সাথে গায়ে পড়ে ঝগড়া করে
মুহূর্তের মধ্যে 'আড়ি' আর 'ভাব' করতাম
পেছনে ফেলে আসা সেই দিনগুলোর সাথে 
জীবনটাও যেন কেমন পেছনে রয়ে গেল
আজও আমি হাসি কিন্তু প্রাণখুলে নয়
চোখের জলও ফেলি কিন্তু প্রকাশ্যে নয়
সভ্যতার পেয়ালায় রাগকে ঢেলে রোজ একটু করে চুমুক দি
বন্ধু আজও আছে কিন্তু বন্ধুত্বর সময় কৈ
তাই বোধহয় শরীরটা আজকাল ভাল নেই


Hindi

बचपन कितना खुशनुमा हुआ करता था
जब मन करे ठहाके लगाके हसना, और
छोटी छोटी बातो पर फुटफुट कर रोना
गुस्से को हमेशा नाक पे लिये घुमते थे हम
बेवजह सबसे तबियत से लड़कर
कितनो से 'कट्टी' और 'अब्बा' खेलते थे
बचपन क्या छूटा मानो ज़िन्दगी पीछे छूट गयी
आज भी हस्ते हैं मगर दिल से नहीं
आंसू आज भी बहते है पर सबके सामने नही
शालीनता के प्याले मे गुस्से को रोज घूंट घूंट पीते है हम
दोस्त भी है पर दोस्ती के लिए वक़्त कहाँ
जी तब रहे थे और अब भी, बस
ज़िन्दगी के पगडंडियो से गुजरते गुजरते कही जीना भूल गए हम
शायद इसलिये आजकल अकसर तबियत नांसाज रहती है

English

Childhood days used to be so much fun
Whenever in mood, used to laugh like crazy
Or cry buckets over small and petty issues,
Anger perched on tip of the nose, used to roam around fearlessly
Fighting with everyone without reason and then
'Making-up' or 'breaking-up' at the drop of a hat
It seems while parting with my childhood, I left my life also behind
These days I do laugh but not from the heart
Cry too sometimes but not in front of everybody
Pouring my anger in the cup of refinement, I sip every drop of it daily
Have friends too but where is the time for friendship
Was living then and am living now too, yet
Forgotten the art of living while negoiating the narrow alleyways of life
Maybe that's why I am not well these days

****Shukla Banik****

Wednesday, 18 April 2018

Insaniyat / Humanity


Hindi

ईश्वर बंट गया, देश बंट गया
प्यार बंट गया, दर्द बंट गया
नफरत के इस जंग मे देखो
इंसानियत सरेआम बंट गया

English

We split love, split pain
Split god and country
Look how in this hate-war
We even split humanity

***शुक्ला बनिक***

Sunday, 15 April 2018

Bacche / Children

(This is not a poem but my way of expressing rage against a society where children become soft target for hate crimes based on caste, colour, creed, religion, geography related issues.  #NOT IN MY NAME#)

Hindi

माँ कहती थी बच्चे ईश्वर के रूप होते हैं 
आज जाना के वो तो सिर्फ धर्म के प्रतिक होते हैं 


English

Mother used to say, children are God's face on earth
Realised today, they are nothing more than religious symbols

Copyright: Shukla Banik 

Saturday, 14 April 2018

दर्द / Pain




Hindi
ज़िन्दगी मुझसे मेरा दर्द का हिसाब मांगे 
मरहम से पहले मेरा जाति और धर्म मांगे 


English
Life wants me to give a full account of my pain
Demands my caste, religion for further treatment

Copyright: Shukla Banik




Thursday, 12 April 2018

This is not a poem


Am feeling drained out completely
Both physically and mentally
My loyalty to my-kind
And long-held belief,
Fighting for supremacy,
Is at loggerheads today
My-kind feels angry, frusted,
Targeted, marginalised
My-belief, shaken to the core,
Boldly calls a spade a spade
Like adults, we tried to talk civilly
Instead we trolled each other mercilessly
Like adults, we tried to reason responsibly
Instead we lost track of all that was logic
All this while, that lady in white
Stood afar with closed eyes
Carefully weighing her options
Delaying and thus, denying justice
To that unfortunate soul
Who is lost to us forever
Her young life snuffed out cruelly
'Cause she was her father's daughter

***Shukla Banik****
#Justice for Asifa#

Wednesday, 11 April 2018

I Wonder - 12



Bengali

ভাবছি যা  পাইনি  তাই যদি ভালোবাসা হয় 
তাহলে  যা  পেলাম  সেটা  কি - চোখের  বালি?


Hindi

सोच रही हूँ अगर जो नहीं मिला वो मुहब्बत हैं 
तो वो क्या है जो मिला - आँखों में चुभती रेत? 


English

I wonder if what I lost was love
Then what is it that I do have - sand in my eyes?


Copyright: Shukla Banik

Friday, 2 March 2018

আকাঙ্ক্ষা





কোন কোন দিন এমনটি হয় যখন
নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে
ওই সমস্ত অনুভূতি থেকে
যা খুঁজে বেড়াই জীবনের প্রতিটি পাতায় পাতায়।
কারণ কোন কোন দিন এমনটি হয়
যখন মনে হয় যদি একবার
তুমি আমায় পড়তে পারতে
কালিমা হীন অক্ষরের মতন।
কেন আঁকড়ে রাখলে না তোমার উশ্ম বাহুপাশে
ঠিক যেমনটি ভেজা মাটি আঁকড়ে থাকে নদীর পাঁড়
মনে হয় আটকালেই তো পারতে  আমায়
হাতের মুঠোয় পিছলে যাওয়া বালুর মতন।
পাগল মনটি চাইতো সাঁজতে তোমার হাতে
তোমার সময় হয়ে, তোমার আজ হয়ে
ইচ্ছে ছিল সুগন্ধি হয়ে তোমাতে লুকিয়ে থাকতে চিরদিন
আর অনুভব করতে তোমার প্রতি আসক্ত মনের চাঞ্চল্যতা।
সত্যিই যদি থাকতে দিতে তোমার হৃদয়ের কোন কোনায়
এই মিথ্যে জীবনটা খুঁজে পেত তাঁর উদ্দেশ্য।
অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে স্থান তোমার নয়নে
বেঁধে রাখতাম তোমার সমস্ত কান্না, হাসি, আর স্বপ্নগুলো।
কিন্তু তা আর হল কৈ
আমি রইলাম তোমার কাছে নিছক দুঃস্বপ্ন হয়ে
আর তুমি হয়ে উঠলে আমার অতৃপ্ত আকাঙ্ক্ষা
তাই, কোন কোন দিন এমনটি হয় যখন
নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে
ওই সমস্ত অনুভূতি থেকে
যা খুঁজে বেড়াই জীবনের প্রতিটি পাতায় পাতায়।

*****শুক্লা বণিক*******